বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
নিজ ভাইকে গলাকেটে হত্যার অভিযোগ, আইনজীবী পলাতক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৫ PM
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক আইনজীবীর বিরুদ্ধে ছোট ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ইলিয়াস বিশ্বাস তার ছোট ভাই গোলাম মোর্শেদ  মিলন (৪০) কে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিলন একই এলাকার গোলাম মোস্তফার ছেলে। পুলিশ ও স্থানীয়দের বিবরণ অনুযায়ী, আইনজীবী ইলিয়াস বিশ্বাস ও তার ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনের মধ্যে পৈতৃক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

বুধবার রাত ৯টার দিকে তাদের বিরোধের বিষয়গুলো মীমাংসার চেষ্টা করে স্থানীয় ও পরিবারের লোকজন। তবে সমাধান হয়নি। বুধবার সকাল ৮টার দিকে অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাস ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মিলনের মৃতদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাস পলাতক। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গলাকেটে হত্যা   আইনজীবী পলাতক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত