বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
লালমোহনে প্রধান শিক্ষকের ওপর হামলা
আব্দুর রহমান নোমান, লালমোহন (ভোলা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৬ PM
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল মৎস্য ঘাটে এ হামলার ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন প্রধান শিক্ষক হুমায়ুন কবির। তিনি বলেন, ধলীগৌরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড রমিজ উদ্দিন মৃধা বাড়ির নুরুদ্দিন মাদক বিক্রির সাথে জড়িত ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। তাই মঙলসিকদার লঞ্চঘাটে তার দিনমজুরি চাকরি থেকে বাদ দেয় ইজারাদার। তবে নুরুদ্দিনের পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় চাকরি হারানোর অপবাদ আমার উপর চাপানোর চেষ্টা করে এবং বুধবার সকালে আমাকে বাত্তিরখাল মৎস্য ঘাটে একা পেয়ে নুরুদ্দিন, তার ভাই এমরান, মাকসুদ মৃধা, রাজু ও সুজন মৃধাসহ আরও কয়েকজন মিলে অতর্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে।

ধলীগৌরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, প্রধান শিক্ষকের সাথে একটি ঝামেলার কথা শুনেছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লালমোহন   হামলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত