বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
নিউ জার্সিতে নারী কাউন্সিলরকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১২ PM
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার মহামারি থামছেই না। একদিনের ব্যবধানে এবার নিউ জার্সি অঙ্গরাজ্যে গুলিতে প্রাণ গেল নারী কাউন্সিলরের। 

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় নিউ জার্সি অঙ্গরাজ্যের সায়ারভিলে নিজ বাড়ির সামনে গাড়িতে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় ওই নারীকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলার কারণ এখনো জানতে না পারলেও একে পরিকল্পিত হত্যা বলে ধারণা করছে পুলিশ। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার পর পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

৩০ বছরের ওই নারী কাউন্সিলর যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্য। ২০২১ সালে দলটির পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।

এদিকে অন্য যেকোনো সময়ের তুলনায় বছরের প্রথম মাস জানুয়ারিতে বন্দুক সহিংসতায় রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩১ জানুয়ারি)  দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের বরাতে আল জাজিরা জানায়,  ওই মাসের ২৯ তারিখ পর্যন্ত দেশটিতে ৪৪টি বন্দুক হামলার ঘটনা ঘটে। ২০১৪ সালের পর আর কোনো বছর জানুয়ারিতে এত বন্দুক হামলার ঘটনা ঘটেনি।

দেশটির গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের কোনো জায়গাই এখন আর নিরাপদ নয়। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনায় প্রতিদিনই শতাধিক মানুষ প্রাণ হারাচ্ছেন, আহত হচ্ছেন দুই শতাধিক। সূত্র,নিউইয়র্ক টাইমসের


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুক্তরাষ্ট্র   হত্যা    কাউন্সিলর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত