মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
আ.লীগ কথায় নয় কা‌জে বিশ্বাসী : আলী আশরাফ
পটুয়াখালী প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪১ PM আপডেট: ০৩.০২.২০২৩ ৫:৪৪ PM
আওয়ামী লী‌গের উপক‌মি‌টির সা‌বেক সহসম্পাদক , দৈ‌নিক বাংলা‌দেশ বু‌লে‌টিন প‌ত্রিকার সম্পাদক ও  প্রকাশক মোহাম্মদ আলী আশরাফ  ব‌লেছেন, ‘আওয়ামী লীগ কথায় নয় উন্নয়‌নে বিশ্বাসী। গত ১৪বছ‌রে‌ দে‌শে ব‌্যাপক উন্নয়ন হ‌য়ে‌ছে আ‌রও  উন্নয়ন হ‌বে। যা এখন দৃশ‌্যমান। ’

শুক্রবার দুপুর ১২টায় পটুয়াখালীর দুমকী উপ‌জেলা প‌রিষ‌দের মি‌নি কনফা‌রেন্স রু‌মে প্রধানমন্ত্রীর উপহারের  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আলী আশরাফ বলেন, উন্নয়ন দে‌খে বিএন‌পি -জামায়াত এখন দি‌শেহারা হ‌য়ে‌ছে, তারা পাঁচ বছ‌রে হত‌্যা, নারী নিযার্তন, সন্ত্রাসী হামলা, জ্বালাও পুড়াও ক‌রে দেশ‌কে তলা‌বিহীন ঝুঁড়িতে প‌রিণত ক‌রে‌ছিল। আওয়ামী লী‌গের কোন নেতাকর্মী তখন বাসা বাড়ী‌তে থাক‌তে পার‌তো না। অথচ গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার শুধু উন্নয়ন নি‌য়ে ব‌্যস্ত ছিল। কোন রক‌মের সন্ত্রাসী কার্যকলাপ ছিল না, এই সুযো‌গে বিএন‌পি -জামায়াত রাস্তায় অবা‌ধে মি‌ছিল মি‌টিং ক‌রছে, সমা‌বেশ কর‌ছে। তারপ‌রেও তারা আওয়ামী লীগের বিরু‌দ্ধে সমা‌লোচনা কর‌ছে। সরকা‌রের বিরু‌দ্ধে সমা‌লোচনা কর‌ছে। শুধু সমা‌লোচনা ক‌রেই ক্ষ‌্যান্ত হয়‌নি তারা দে‌শের বিরু‌দ্ধে ষড়যন্ত্র কর‌ছে। সরকার হঠা‌নোর জন‌্য বি‌দে‌শিদের ধরনা দি‌চ্ছে।

তিনি আরও ব‌লেন, মে‌ট্রো‌রেলসহ এবার দে‌শে পাতাল ট্রেন চালু হ‌তে যা‌চ্ছে। কর্ণফুলি নদী‌তে টা‌নেল হ‌য়ে‌ছে। দে‌শের দ‌ক্ষিণাঞ্চ‌লে রেকর্ড প‌রিমান উন্নয়ন হ‌য়ে‌ছে হত ১৪ বছ‌রে।  বিএন‌পির আম‌লে এই এলাকায় কোন উন্নয়ন হয়‌নি, রাস্তাঘাট ছিল মা‌টির আর এখন সেসব জায়গায় চারচাকার গাড়ী চল‌ছে। বি‌ভিন্ন শিল্প প্রতিষ্ঠান গ‌ড়ে উঠ‌ছে, কর্মসংস্থা‌নের সৃ‌ষ্টি হ‌চ্ছে।

তি‌নি ব‌লেন, উন্নয়‌নের এই ধারাবা‌হিকতা অব‌্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে নৌকা প্রতীক যেই পাক তার প‌ক্ষে কাজ করার জন‌্য উপ‌স্থিত সক‌লের প্রতি আহবান জানান। আগামী নির্বাচ‌নে নৌকা প্রার্থী‌কে জয়ী করার জন‌্য এখন থে‌কেই সকলকে ঐক‌্যবদ্ধভা‌বে কাজ করার তা‌গিদ দেন। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, দুমকী উপ‌জেলা নির্বা‌হী অফিসার মো. আল ইমরান, উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আবুল কালাম আজাদ, ‌সহ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা সৈয়দ গোলাম মুরতুজা শুক্কুর, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আকন সে‌লিম, জেলা আওয়ামী লীগের সদস‌্য ও দুমকী উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি মো. আমিনুল ইসলাম সালাম, জেলা যুবলী‌গের সা‌বেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. শা‌মিমুজ্জামান কা‌শেম, পটুয়াখালী প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক জাকা‌রিয়া হৃদয়।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আ.লীগ   আলী আশরাফ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত