উত্তরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ব্যাবসায়ী সমবায় সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন মালিক শ্রমিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাদবর মো. আলাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে উপস্থিক ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের জেনারেল ম্যানেজার ও হেড অফ এসি জাহিদুল ইসলাম।
বনভোজনে সভাপতিত্ব করেন কিরণ চন্দ দাশ।
বনভোজনে যমুনা ইলেকট্রনিকসের শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ উত্তরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বিজনেস কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এর হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট দেন।
যমুনা ইলেক্ট্রনিক্সের এসির জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম অনুষ্ঠানে বলেন, যমুনা ইলেকট্রনিক্স, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার প্রস্তুতকারক। যমুনা এসি বাংলাদেশের সেরা এসি, এতে রয়েছে ডুয়েল ইনভার্টার যা ডাবল বিদ্যুৎ সাশ্রয় করে এবং ৪৫% দ্রুত শীতল করে। আমরা যমুনা ইলেকট্রনিক্সের সঙ্গে ব্যাবসা করার একটি দারুণ সুযোগ করে দিচ্ছি। খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সঙ্গে ডিলারশিপ ব্যাবসা করতে পারবেন।
-বাবু/এ.এস