সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
আঞ্চলিক শান্তির জন্য সংলাপ প্রক্রিয়াকে সমর্থন করব: এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৫ AM আপডেট: ০৫.০২.২০২৩ ১০:৪৫ AM
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ‘আঞ্চলিক শান্তির জন্য কসোভো ও সার্বিয়ার মধ্যে সংলাপ প্রক্রিয়াকে সমর্থন করতে অনুরোধ করা হলে তার দেশ প্রস্তুত।  

শুক্রবার ইস্তাম্বুলে কসোভারের প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট এ কথা বলেন।  খবর সাবাহর।

কসোভারের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ‘আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য তুরস্ক সব ধরনের সমর্থন দিতে এবং দেশ দুটির অনুরোধে প্রয়োজনীয় অবদান রাখতে প্রস্তুত।

তিনি বলেন, ‘আমরা আশা করি সার্বিয়ার সঙ্গে সংলাপ প্রক্রিয়া এ অঞ্চলের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে কসোভো যাতে প্রাপ্য অবস্থানে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য তুরস্ক যৌথ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন উল্লেখ করে এরদোগান আরও বলেন, ‘এ বিষয়ে আমরা ন্যাটো, ইউরোপীয় কাউন্সিল এবং ইইউতে যোগদানের কসোভোর মিশনকে সমর্থন করি।

২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি স্বাধীনতার ঘোষণার প্রথম দিন কসোভোকে স্বীকৃতি দেয় তুরস্ক।  বলকান অঞ্চলের শুধু রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভৌগোলিক ক্ষেত্রেই নয় ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মানবিক সম্পর্কে তুরস্কের প্রভাব রয়েছে। 

প্রাণবন্ত তুরস্কের জনগণ কসোভোতে এবং তুরস্কে কসোভার সম্প্রদায়ের কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী। 

২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে কসোভো।  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং তুরস্কসহ বেশিরভাগ জাতিসংঘের সদস্য কসোভাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়।  তবে কসোভোকে নিজের এলাকা হিসেবে দাবি করে আসছে সার্বিয়া।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কসোভো   সার্বিয়া   সংলাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত