টালমাটাল অর্থনৈতিক অবস্থার মধ্যেই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে শনিবার (০৪ ফেব্রুয়ারি) ৭৫তম জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন করেছে শ্রীলঙ্কা সরকার। তবে এ সিদ্ধান্তের তীব্র ক্ষোভ জানিয়ে রাজধানী কলম্বোতে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন লঙ্কাবাসী।
জাঁকজমকপূর্ণভাবে ৭৫তম জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন করেছে শ্রীলঙ্কা। রনিল বিক্রমাসিংহে গেল বছর ক্ষমতায় আসার পর এটিই প্রথম স্বাধীনতা দিবস উদযাপন দেশটিতে। ১৯৪৮ সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হয়েছিল দেশটি।
তবে শ্রীলঙ্কায় দিবসটি উদযাপনে ৫ লাখ ৪৮ হাজার মার্কিন ডলার খরচ করেছে সরকার। ঋণসংকটে বিপর্যস্ত অবস্থায় বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে, স্বাধীনতা দিবস উদযাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। সমালোচনাসহ ক্ষোভে ফুঁসছে জনগণ। সরকারি এ সিদ্ধান্তের বিরুদ্ধে কলম্বোতে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন তারা। রাজধানীর নিরাপত্তায় কয়েকশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে প্রশাসন।
গেল বছর শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমে যাওয়ায় জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য দেশটিতে বেড়ে যায় কয়েকগুণ। এতে চরম অস্থিরতা শুরু হয় দেশটিতে। নতুন বছরেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। মানুষের মৌলিক অধিকার ও চাহিদা এখন হুমকির মুখে পড়েছে।
জানা যায়, অনেক এলাকায় এখনো দিনে দুই ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, শ্রীলঙ্কার অন্তত ৪০ শতাংশ পরিবারে খাদ্যের নিরাপত্তা নেই। অর্থনৈতিক সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার অর্থায়ন নিশ্চিত হলেও, এখনও অর্থ পেতে শুরু করেনি দেশটি। সূত্র আল জাজিরার
বাবু/এ আর