মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৩ PM
গাজীপুরের শ্রীপুরে সড়কে সড়কে ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে চালক সোহেল রানা (৩০) নিহত হয়েছে। সে শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার সিরাজ মিয়ার ছেলে। আজ রবিবার দুপুরে শ্রীপুর-বরমী সড়কের মেঘনা ফ্যাক্টরির সামনে (পুরাতন বাসস্ট্যান্ডের) এ দুর্ঘটনা ঘটে।  

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিজন মালাকার জানান, আহত অবস্থায় মোটরসাইকেল চালক সোহেলকে হাসপাতালে নিয়ে আসে। গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে শ্রীপুরগামী মাটি বহনকারী ট্রলির পেছনে দ্রুতগতীর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল সড়কে পড়ে গেলে চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের সাথে কথা বলে তাদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শ্রীপুর   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত