নড়াইলে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) শুরু হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে বিসিক কার্যালয়ের হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়।
বিসিক নড়াইল জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বিসিকের আয়োজনে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার ২৫ জন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। এ প্রশিক্ষণে নারী-পুরুষ উভয় অংশগ্রহণ করছে। আগামী ৯ ফেব্রুয়ারি এ ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে। সমাপনী দিনে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে সনদ প্রদান করা হবে । এছাড়া সহজ শর্তে এ সকল উদ্যোক্তারা বিসিক থেকে ঋণ প্রদান করা হবে। অল্পদিনের মধ্যে ২য় ব্যাচে আরও ২৫ জন উদ্যোক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে।
বাবু/জেএম