বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় নয়, শেখ হাসিনা হাতে হাতে পৌঁছে দিয়েছেন: শিক্ষামন্ত্রী
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৭ AM

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন বা সংস্কারের পক্ষে নন। এ ব্যবস্থার রূপান্তর চান তিনি। আমাদের শিক্ষার্থীরা শুধু সুনাগরিক নয়, বিশ্বনাগরিক হবে। এ জন্য আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার অংশ হিসেবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন বা সংস্কার নয়, একটা রূপান্তর ঘটাতে হবে। ২০৪১ সালের লক্ষ্য উন্নত, সমৃদ্ধ, সুখী সম্পন্ন স্মার্ট বাংলাদেশ। ২০৩০ সালের আন্তর্জাতিক অঙ্গীকার, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন। স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল, মধ্যম আয় এবং ডিজিটাল বাংলাদেশ। এখন স্বপ্ন দেখি স্মার্ট বাংলাদেশের।

দক্ষ, যোগ্য, মানবিক, সৃজনশীল মানুষ হয়ে মানব সেবা, দেশ সেবার জন্য শিক্ষার্থীরা বের হয়ে যাবে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শিক্ষার্থীদের খুবই জরুরী। আমরা মানুষ হবো। মানুষ হলে জন্মালেই মানুষ হয় না। মানুষ হয়ে জন্মানোর পর মানুষ হতে হলে তার মানবিকতার গুণসহ আরো অনেক গুণ অর্জণ করতে হয়। সেই জন্যই সুস্থ দেহ ও সুন্দর মন দরকার। আমার শারীরিক, মানুষিক, আর্থিক বিকাশ প্রয়োজন। সেজন্য খেলাধূলা খুব জরুরী। খেলাধূলা করলে শরীর যেমন ভালো থাকে, মন ভালো থাকে। খেলাধুলায় নিজের দলের মধ্যে একটা বিরাট সহযোগীতা, এক সঙ্গে কাজ করবার স্পৃহা কাজ করে। যেটা খুব জরুরী। সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে দিয়ে মনের বিকাশ, আত্মার বিকাশ ঘটে।

রবিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় শ্রীপুরের মাওনা পিয়ার আলী ডিগ্রী কলেজ মাঠে ওই কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চিহ্ন করার জন্য হত্যাকারীরা একজন রাষ্ট্র নায়ক একজন মুজিবকে হত্যা করতে চাইনি। তারা তাকে নির্বংশ করতে চেয়েছিল। বিশ্বে যেন মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ নামটি মুছে যেতে পারে। বাংলাদেশ যে পারে, বাংলাদেশের মানুষ যে পারে পদ্মা সেতু তার প্রমাণ। নাগরিক সেবা শেখ হাসিনা মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে স্মার্ট, অর্থনীতি হবে স্মার্ট, সমাজ হবে স্মার্ট এবং সরকার হবে স্মার্ট। এ চারটি উপাদানের কেন্দ্রবিন্দু হলো স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিক হবার সবচেয়ে বড় হাতিয়ার স্মার্ট শিক্ষা। সেই স্মার্ট শিক্ষার জন্যেই আমরা শিক্ষায় পরিবর্তন বা সংস্কার নয়, রূপান্তর নিয়ে এসেছি। বঙ্গবন্ধুর কণ্যার স্মার্ট বাংলাদেশের জন্য সোনার মানুষ এবং স্মার্ট নাগরিক তৈরি করতে হবে।

মন্ত্রী বলেন, আমাদের শিখন পদ্ধতির পরিবর্তন হয়েছে। জীবনে আমরা কত সূত্র, কত ফর্মুলা মুখস্থ করলাম কোথায় এর প্রয়োগ হয় তা বুঝতে পারিনি। নূতন শিক্ষা পদ্ধতি শিখন পদ্ধতি বদলে দিয়েছে। শিক্ষার্থীরা প্র্যাকটিস করে করে শিখবে। আত্মস্থ করবে মুখস্ত করা দরকার নাই। শিখন পদ্ধতির পরিবর্তন হয়েছে ধারাবাহিক মূল্যায়ন হবে। ওদের মূল্যবোধের চর্চা শিক্ষার মূল্যায়নের অংশ হবে। শিক্ষাক্রম পদ্ধতিতে আমাদের শিক্ষার্থীরা বারবার প্রশ্ন করবে। যত প্রশ্ন করবে ততই শিখবে।  

শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরাতে না পারার কারণে তারা এখন বইয়ের উপর শোওয়ার হচ্ছে। নবম দশম শ্রেণীর বই ২০১৩ সালের। ভুল ধরা পড়েছে আমরা সংশোধন করে দিয়েছি। কিন্তু একটা ভুল এতদিন কারো চোখে ধরা পড়েনি। আরো আগেই ধরা পড়া উচিত ছিল। পাঠ্য বইয়ে বানর থেকে মানুষ হওয়ার কথা বলা নেই। বরং বলা আছে মানুষ বানর থেকে হয়নি। বানর থেকে মানুষ হয়েছে এ কথা ঠিক নয়, তিনবার বলা আছে। চিলে কান নিয়ে গেছে শুনলে সাথে সাথে কানে হাত দিয়ে যাচাই করুন। প্রত্যেকে যার যার ধর্ম অনুযায়ী সত্যকে প্রচার করুন এবং মিথ্যাকে বর্জন করুন। আসুন আমরা সত্যকে যাচাই করি।

সকল শ্রেণীতে শিক্ষার্থীরা এখন আনন্দে শিখছে। স্কুল ছুটি হলে শিক্ষার্থীরা বের হয়ে দিগবিদিক ছুটে যেত। এখন ছুটি হলে শিক্ষার্থীরা বলে আরো আধা ঘন্টা আমরা কি হাতের কাজটা সারতে পারিনা স্যার? এই মূল্যবোধ নিয়ে শিক্ষার্থীরা বেড় উঠবে।

পিয়ার আলী ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা স্বোচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। উপস্থিত ছিলেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, পিয়ার আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ।  

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত