বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
জিপিএ-৫ ও পাসের হার কমেছে বরিশালে
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১২ PM

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে বোর্ডে। শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে তুলনামূলক ফলাফল খারাপ করেছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেন।

বরিশাল শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার সব থেকে বেশি। সবচেয়ে কম পাস করেছে মানবিক শাখার শিক্ষার্থীরা। তবে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মান‌বিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৩ হাজার ৩৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগে ৩ হাজার ২৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এমনকি সকল বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে তুলনামূলক খারাপ ফলাফল করেছে। 

তিনি বলেন, গত বছর পা‌সের হার ছি‌লে ৯৫ দশমিক ৭৬ শতাংশ। এ বছর পাস করেছে ৮৬ দশমিক ৯৫ শতাংশ। এবা‌রে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ৭ হাজার ৩৮৬ জন, যা গত বছ‌রের তুলনায় ২ হাজার ৫৮৫ জন কম। এবা‌রে কো‌নো ক‌লে‌জে শূন‌্য পাস না থাকলেও শতভাগ পাস করেছে ৩৪টি ক‌লে‌জে। পাসের হারে বিভাগে সবার সেরা ভোলা জেলা। সবচেয়ে কম পাস করেছে পটুয়াখালী জেলায়।

ভোলা জেলায় পা‌সের হার ৯২ দশমিক ৯ শতাংশ। এরপ‌র ৯১ দশমিক ১২ শতাংশ নি‌য়ে এগিয়ে আছে ব‌রিশাল। ঝালকা‌ঠি‌তে পা‌সের হার ৮৮ দশমিক ২৫, পি‌রোজপু‌রে ৮৮ দশমিক ১৮, বরগুনায় ৮৭ দশমিক ৮৩ ও সবার নিচে পটুয়াখালী‌তে পা‌সের হার ৭৩ দশমিক ৭৫ শতাংশ। 

ভোলায় জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ৬৫৩ জন, ঝালকা‌ঠি‌তে ২৯৮, পি‌রোজপু‌রে ৫৪৭, বরগুনায় ৫২৭ ও পটুয়াখালী‌তে ৪৮৪ জন।

অরুণ কুমার গাইন ব‌লেন, ৬১ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর ম‌ধ্যে উত্তীর্ণ হ‌য়ে‌ছে ৫৩ হাজার ৮০৭ জন। এর ম‌ধ্যে ছে‌লে ২৫ হাজার ৫৮৮ ও মে‌য়ে ২৮ হাজার ২১৯ জন। ৭ হাজার ৩৮৬ জন জি‌পিএ-৫ প্রাপ্ত‌দের ম‌ধ্যে ছে‌লে ২ হাজার ৫৮০ ও মে‌য়ে ৫ হাজার ৮০৬ জন।

৩৩১ ক‌লে‌জের পরীক্ষার্থীরা ১২৫ কে‌ন্দ্রে পরীক্ষায় অংশ নেন এবং পু‌রো পরীক্ষায় ব‌হিষ্কার হ‌য়ে‌ছেন ২০ জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভা‌গে পরীক্ষার্থী ছি‌ল ১২ হাজার ৭২ জন। পাস ক‌রে‌ছে ১০ হাজার ৮৬১ জন। মা‌নবিক বিভা‌গে পরীক্ষার্থী ছি‌ল ৪০ হাজার ৩১১ জন। পাস ক‌রে‌ছে ৩৪ হাজার ৬৭৩ জন।  ব‌্যবসায় শিক্ষা বিভা‌গে পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৫০২ জন। পাস ক‌রে‌ছে ৮ হাজার ২৭৩ জন।

এদিকে বরিশাল বোর্ডে এবারে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। শতভাগ পাস করেছে ৩৪টি প্রতিষ্ঠানে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাসের হার   এইচএসসি   বরিশাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত