সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৪ PM
ঢাকার কেরানীগঞ্জের আগাঁনগর এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি মো. শাহ আলম ওরফে বাবলুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আটককৃত শাহ আলম নোয়াখালীর সোনাইমুড়ীর দক্ষিণ শাকতলা এলাকার ছালে আহাম্মদের ছেলে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৩ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ  থানাধীন আগাঁনগর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি শাহ আলম কে আটক করে।

তিনি আরও জানান, শাহ আলমে বিরুদ্ধে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় ২০০৯ সালে ১টি মাদক মামলা রয়েছে। ওই মামলায় ২০২২ সালে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান ও পরিচয় পরিবর্তন করে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কেরানীগঞ্জ   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত