মাঘের শীতে বর্ণিল আভা ছড়িয়ে বসন্তের আগমনী বার্তা দিচ্ছে গদখালীর ফুলের বাগানগুলো। আর এই গদখালী ফুলের রাজধানী হিসেবে পরিচিত। এখানে যেকোনো দিকে তাকালেই চোখে পড়ে একটার পর একটা ফুলের বাগান।
আগামী ১৪ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন একইদিন বিশ্ব ভালোবাসা দিবস। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এসব দিবস সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। এই তিন দিবসে ৭০ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন তারা।
২০২০ সালে বাংলা একাডেমির সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী ১৩ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি থেকে ফাল্গুনের শুরু। ওইদিনে উদযাপিত হয়ে থাকে বসন্ত উৎসব।
এরই মধ্যে গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, টিউলিপ ও লিলিয়াম ফুলের বাড়তি পরিচর্যা করছেন চাষিরা। তাদের আশা, এই মাসের দিবসগুলো ঘিরে ফুলের চাহিদা বাড়বে এবং ভালো দাম পাবেন।
ফুল চাষিরা বলেন, এবার এই তিনটি দিবস ঘিরে সারাদেশে দেড় থেকে ২০০ কোটি টাকার ফুল বিক্রি হবে। এর মধ্যে পানিসারা ও গদখালীর ফুল চাষিরা ৬০-৭০ কোটি টাকার ফুল বিক্রি করবেন।
বসন্তের আগমনী বার্তা দিচ্ছে গদখালীর ফুলের বাগানগুলো, তবে কৃষি কর্মকর্তরা বলছেন, এই অঞ্চলের চাষিরা চলতি মাসের দিবসগুলোতে ১০০ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন।
বাবু/এ আর