মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মঠবাড়িয়ায় স্কুলের জমি রক্ষার দাবিতে মানববন্ধন
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫২ PM আপডেট: ১২.০২.২০২৩ ৩:৫৫ PM
পিরোজপুরের মঠবাড়িয়ায় সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখলের প্রতিবা‌দে মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ ক‌রে‌ছে ‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

আজ রবিবার সকা‌লে স্থানীয় মিরুখালী ইউনিয়নের বাদুরা বাজার সংলগ্ন ওই বিদ্যালয়ের খেলার মাঠ ও স্কুলের আশপাশের জমি স্থানীয় একটি প্রভাবশালী চক্র জবরদখল করার অপচেষ্টার প্রতিবাদে স্থানীয় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন চন্দ্র মিত্র এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, শিক্ষক শহীদুল আলম, মাদ্রাসা সুপার মাওলানা আফজাল হোসেন, অভিভাবক আবু হানিফ পঞ্চাইত ও শিক্ষার্থী তাসমিয়া আাক্তার প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৬ সালে মিরুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান শরীফ প্রায় দুই একর জমি দান করে বিদ‌্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করে আসছে। 

স্থানীয় বছির উদ্দিন ফরাজি ও তার পরিবারের লোকজন স্কুলের উল্লেখিত জমির ভেতর ৫ কাঠা জমির মালিকানা দাবি করে দোকান ঘর উত্তোলনের চেস্টা করে। পরে স্কুলের স্বার্থে স্কুল প্রতিষ্ঠাতা ১০ কাঠা জমি সংশ্লিষ্ট পরিবারকে অন্য স্থান হতে বদল করে সমঝোতা করেন। যা তারা ভোগ দখল করে আসছে। বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের খেলার মাঠ ভরাট করার পর দখলবাজরা বেপরোয়া হয়ে ওঠে। এর আগে কয়েক দফা স্কুলের জমিতে স্থাপনা গড়ে দখলের চেষ্টা চালালে শিক্ষার্থীরা তা প্রতিরোধ করে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মঠবাড়িয়া   মানববন্ধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত