শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রাজশাহীতে হ্যান্ডকাপসহ পালালো মাদক কারবারি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৭ PM
রাজশাহী রাজপাড়া থানা পুলিশের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ী হ্যান্ডকাপসহ পালিয়েছে। যদিও পুলিশ বলছে পালানোর পরপরই তাদের আটক করা হয়েছে। 

শনিবার রাত ৯টার দিকে নগরীর ভাটাপাড়ার গুজির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে রাজপাড়া থানার একটি দল নগরীর ভাটাপাড়া এলাকার গুজির মাঠ এলাকায় অভিযান চালায়।

এসময় সেখান থেকে ভাটাপাড়া এলাকার আয়েন উদ্দিনের ছেলে বাবু ও মুনসুর রহমানের ছেলে ইসলাইলকে আটক করে পুলিশ। দুজনের মধ্যে বাবুকে হ্যান্ডকাপ পরায় পুলিশ। কিন্তু কৌশলে বাবু হ্যান্ডকাপ নিয়েই পালিয়ে যায়। এতে পুলিশের মধ্যে তোলপাড় শুরু হয়। পরে পুলিশ বাবুকে আটকের জন্য অভিযান শুরু করে। যদিও পুলিশ বলছে বাবু হ্যান্ডকাপসহ পালানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি।

এ ব্যাপারে রাজপাড়া থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, আটক করার পর তারা পালানোর চেষ্টা করছিল। একজন পালিয়ে যাওয়ার পরপরই পুনরায় তাকে আটক করা হয়। তারা দুজনই মাদক ব্যবসায়ী। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাবু/জেএম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজশাহী   মাদক   কারবারি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত