শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
আরডিএ প্রকল্পে নতুনত্ব নেই, তথ্য গোপন ও টাকা নয়ছয়ের অভিযোগ
সানোয়ার আরিফ, রাজশাহী
প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৯ PM
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সাড়ে তিন বছর সময় নিয়ে তৈরি করেছে মাস্টার প্ল্যান। রাজশাহীকে এগিয়ে নিতে আগামী ২৪ বছরের জন্য এ মাস্টার প্ল্যান করা হয়েছে। এই মাস্টার প্ল্যান তৈরি করেছে মাস্টার প্ল্যান তৈরিতে কাজ করেছে এডিপিসি, ডেটেক্স, থ্র্যোই নামের দেশি-বিদেশী তিনটি ফার্ম।

তবে আগামী ২৪ বছরের রাজশাহীর যে মাস্টার প্ল্যানে তৈরি হয়েছে তাতে বিশেষ কিছু নেই। ২৪ বছর আগে যে বিষয়গুলো ছিল সেটিই পুনরাবৃত্তি করে শুধু মাত্র দু-একটি বিষয় যোগ হয়েছে। বলা যায়, এবার বিশাল বাজেটের মাস্টার প্ল্যানে নেই নতুনত্ব। তারপরও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি আরডিএথর নগর পরিকল্পনা শাখা। 

এই মাস্টার প্ল্যান তৈরিতে যে বাজেট বরাদ্দ হয়েছে সেটি অতিরিক্ত বলে মনে করছে নগরবাসী। একই সাথে মাস্টার প্ল্যান তৈরিতে তথ্য গোপন ও সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে। মাস্টার প্ল্যান তৈরিতে বরাদ্দ হয়েছে ২১ কোটি টাকা। আর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নগর পরিকল্পনা শাখার পরিকল্পক বলছেন, মাস্টার প্ল্যান তৈরিতে বরাদ্দ ১৮ কোটি টাকা। এ প্রকল্পের তিন কোটি টাকা নয়ছয়ের পাঁয়তারা করছে আরডিএ-এর পরিকল্পনা শাখা, যে টাকা সরকার ফেরত পাওয়ার কথা।

জানা গেছে, আরডিএথর ১৭টি জোন নিয়ে করা হয়েছে মাস্টার প্ল্যান। আগামীর রাজশাহী কেমন হবে তা নিয়ে আরডিএথর নগর পরিকল্পনা শাখা এ মাস্টার প্ল্যান তৈরি করেছে। মাস্টার প্ল্যান তৈরিতে কাজ করেছে এডিপিসি, ডেটেক্স, থ্র্যোই নামে তিনটি ফার্ম। এর আগে গত ২০০৪ সালে ২৪ বছরের জন্য আরডিএ কর্তৃপক্ষ পুরো রাজশাহীর উপর প্ল্যান তৈরি করেছিল। এই প্ল্যানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে।

এবারের মাস্টার প্ল্যানে বিশেষত্ব বলতে তেমন কিছু নেই। পূর্বের প্ল্যানে যা ছিল তার সাথে সামান্য কিছু যোগ হয়েছে। এবার মাস্টার প্ল্যানে যোগ হয়েছে দূর্যোগ ব্যাবস্থাপনার বিষয়টি। এরমধ্যে রয়েছে চার ধরনের দূর্যোগ ব্যবস্থাপনায় সংবেদনশীল, ভূমিকম্প, বন্যা, খরা, অগ্নিনির্বাপণ, ওয়াটার রিজাভ, বড় ভবন তৈরি ক্ষেত্রে অগ্নিনির্বাপণের জন্য রাস্তা। নতুন মাস্টার প্ল্যানে এ কয়টি বিষয় বিশেষত্ব বলা হলেও দেখা গেছে, অগ্নিনির্বাপনের জন্য ভবন নির্মাণের ক্ষেত্রে নিদের্শনা আগের প্ল্যানে ছিল, এবারও তাই রয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনার মধ্যে ভূমিকম্প এলাকায় বহুতল ভবন নির্মাণ করার ক্ষেত্রে আগে যে নির্দেশনা ছিল, সেখানে ভূমিকম্প প্রবণ এলাকায় বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে করণীয় বিষয় যোগ হয়েছে। বন্যা বা খরার মত দূর্যোগে কি কি ব্যবস্থা নেয়া যায় সে বিষয়টি আগের প্ল্যানে ছিল, এবার যোগ হয়েছে। আগামী ২৪ বছরের যে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে সেখানে বড় বড় রাস্তা-ঘাট, আগামীর রাজশাহী কেমন হবে, কতটা নিরাপদ হবে, নগরায়ন কেমন হবে, আরডিএথর পরিধির মধ্যে যে জায়গা আছে সেসব জায়গার রাস্তা-ঘাট, বসতি কেমন হবে তার কিছুই নেই।

জানা যায়, রাজশাহীর মাস্টার প্ল্যানের কাজ শেষ করার কথা ছিল গত ২০২২ সালের জুনে। কিন্তু আরডিএথর প্ল্যানিং শাখা তা করতে পারেনি। যদিও গত ডিসেম্বরে এই মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়েছে বলেও জানানো হয়। আর জানুয়ারির মধ্যে উম্মুক্ত করা হবে বলেও ঘোষণা দেয়া হয়। কিন্তু এখনো মাস্টার প্ল্যান উম্মুক্ত হয়নি।

বাবু/জেএম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আরডিএ   অভিযোগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত