নীলফামারীর ডোমার উপজেলার সকল জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এ সময় নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান মমতাজুল হক, ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, পৌর প্যানেল মেয়র, ইউপি সদস্যগণ, সংরক্ষিত নারী সদস্যগণ উপস্থিত ছিলেন।
শেষে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩৬ লক্ষ টাকা ব্যয়ে একটি নব নির্মিত ভবন উদ্বোধন ও দুইশত ষাটজন সুবিধাভোগীর কাছে টিউবওয়েল বিতরণ করেন।
বাবু/জেএম