শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
বাংলাদেশ বুলেটিনে বইছে বসন্তের হাওয়া
আবদুর রহমান
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৫ PM আপডেট: ১৪.০২.২০২৩ ৬:০৭ PM

‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃতবাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে’—এমন সুরের অনুরণনে ফাগুনের প্রথম দিনে সকাল থেকেই  শুরু হয়েছে ভালোবাসার রূপে বসন্ত বরণ। আজ পহেলা ফাগুন। আকাশে-বাতাসে প্রকৃতিতে এখন বাসন্তী আভাস। সবার মনে লেগেছে ঋতুরাজের ছোঁয়া। ফাগুন হাওয়ায় রঙিন হয়ে উঠেছে চারপাশ।

বুলেটিন পরিবার

বুলেটিন পরিবার

ঋতুরাজ বসন্তের আগমনে পলাশ, শিমুলসহ বর্ণিল ফুলে সেজেছে প্রকৃতি। সেই রঙের ছোঁয়া যেন লেগেছে সবার মনে। হলুদ, বাসন্তী রঙের শাড়ি, নজরকাড়া পাঞ্জাবি এবং রঙিন ফুলে নিজেকে সাজিয়ে নানা বয়সের মানুষ হাজির হয়েছেন মুক্তমঞ্চে। গানের তালে তালে চলছে নৃত্য পরিবেশনা। সেইসঙ্গে আবৃত্তি, লোকগান মাতিয়ে রেখেছে সবাইকে। এ যেন এক প্রাণের উৎসব। 

ফটো সেশন

ফটো সেশন

সাউথ বেঙ্গল গ্রুপে চলছে বসন্ত উৎসব। সকাল থেকে সাউথ বেঙ্গল গ্রুপের সবাই যথা সময়ে বর্ণিল সাজে হাজির হয়েছে। মেয়েরা হলুদ শাড়ি আর ছেলেরা হরেক রকমের পাঞ্জবি পরে অফিসে এসেছে। অফিসে বইছে ফাগুনের হাওয়া, এ যেন এক অন্য রকম অনুভূতি। 

" align=

স্বনাম ধন্য এই গ্রুপটি বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক বছর ধরে সুনামের সাথে সরকারি বেসরকারি বিভিন্ন খাতে সততার সাথে সেবা দিয়ে যাচ্ছে । এই প্রতিষ্ঠান থেকে এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, বিশ্বের বিভিন্ন দেশে হোটেল বুকিং এবং দৈনিক গণ মানুষের পত্রিকা, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রকাশিত হয়। 
   
বর্ণিল সাজ

বর্ণিল সাজ

সাউথ বেঙ্গল গ্রুপের প্রতিষ্টাতা চেয়ারম্যান ধর্মপরায়ণ, সৎ, দক্ষ, দয়ালু,  শিক্ষাণুরাগী , বিশিষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিল্পপতি জনাব আশরাফ আলী এর বিশেষ ভালোবাসায় স্নিগ্ধ 
হয় সাউথ বেঙ্গল পরিবারের সবাই।

মধ্যাহ্নের ভোজন

মধ্যাহ্নের ভোজন

মধ্যহ্নের ভোজন এবং ফটো সেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই বর্ণিল আয়োজন।


বাবু/এ আর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফাগুন   বসন্ত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত