নীলফামারীর ডোমার উপজেলা চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিরোধ, আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল হতে দুপুর পর্যন্ত কমিটিগুলোর সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিজিপি ক্যাম্প কমান্ডার, শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম