শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০২ PM
ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক নয়া‌দি‌ল্লির হ‌য়ে নেতৃত্ব দি‌তে নেপালের রাজধানী কাঠমান্ডু হ‌য়ে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কাত্রা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রসচিবকে স্বাগত জানান বাংলা‌দে‌শের পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, দুই বছর পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এফওসি বৈঠকে উভয়পক্ষ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা কর‌বে। কথা হবে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফর নিয়ে। পাশাপাশি আলোচনায় আসতে পারে আদানি থেকে বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত জটিলতা নিয়ে।

এফওসিতে আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, এফওসিতে সাধারণত দুই দেশের দ্বিপাক্ষিক সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। পর্যালোচনা করা হবে চলমান ইস্যুগুলোরও। আলোচনায় থাকতে পারে বাণিজ্য, পানি, সীমান্ত পরিস্থিতি, লাইন অব ক্রেডিট, কানেক্টিভিটি, জলবায়ু পরিবর্তনসহ আরও অনেক বিষয়। এছাড়া আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, ভারতের পররাষ্ট্রসচিব বুধবার ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরদিন ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে কাত্রার।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বুধবার দুই পররাষ্ট্রসচিবের বৈঠকে দ্বিপাক্ষিক ইস্যুর বাইরে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে বঙ্গবন্ধুকন্যার ভারত সফরের বিষয়টি বিশেষভাবে আলোচনায় থাকবে। এছাড়া এ বছরের মাঝামাঝি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক জয়েন্ট কনসালটেটিভ কমিশনের প্রস্তুতি নিয়েও আলোচনা হতে পারে।

কূটনৈতিক সূত্রগুলো আরও জানাচ্ছে, আদানি থেকে বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত জটিলতা নিয়ে দেশে-বিদেশে আলোচনা হচ্ছে। দুই পররাষ্ট্রসবিচদের বৈঠকে আদানি থেকে বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত বিষয়টি উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের সবশেষ এফওসি ২০২১ সালে ভারতের নয়াদিল্লিতে হয়েছিল।

বাবু/এসআর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঢাকা   ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত