দক্ষিণ আফ্রিকার লিমপাপো প্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
কোম্পানিটি জানায়, তিনজনকে সড়কের পাশে এবং ১৬ জনকে নদীতে পাওয়া যায়। তাদের হাসপাতালে নেওয়ামাত্র মৃত ঘোষণা করা হয়।
আজ মঙ্গলবার আঞ্চলিক পরিবহন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বাসের যাত্রীরা নদীতে পড়তে পারেন এমন আশঙ্কা থেকে মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত নদীতে অনুসন্ধান চালাচ্ছেন পুলিশের ডুবুরিরা।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |