শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
দক্ষিণ আফ্রিকায় বাস-ট্রাক সংঘর্ষে মৃত্যু ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১২ AM

দক্ষিণ আফ্রিকার লিমপাপো প্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।


ইআর২৪ নামে এক জরুরি স্বাস্থ্যসেবা কোম্পানি জানিয়েছে, দুর্ঘটনার পর এনওয়ান মহাসড়কের সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায়।  

কোম্পানিটি জানায়, তিনজনকে সড়কের পাশে এবং ১৬ জনকে নদীতে পাওয়া যায়। তাদের হাসপাতালে নেওয়ামাত্র মৃত ঘোষণা করা হয়।


এ ছাড়া এ ঘটনায় ৬৯ জনকে বিভিন্ন চোটের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন রোগী মারা গেছেন বলেও জানায় ইআর২৪।


আজ মঙ্গলবার আঞ্চলিক পরিবহন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বাসের যাত্রীরা নদীতে পড়তে পারেন এমন আশঙ্কা থেকে মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত নদীতে অনুসন্ধান চালাচ্ছেন পুলিশের ডুবুরিরা।


তবে দুর্ঘটনাকবলিত বাসে কতজন যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি। আঞ্চলিক পরিবহন বিভাগের মুখপাত্র তিদিমালো চুয়েনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তবে ওই এলাকায় সাম্প্রতিক সময়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দক্ষিণ   আফ্রিকা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত