মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ ৭ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলে ৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪২ PM
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে নিউজিল্যান্ডে তিন জনের মৃত্যু হয়েছে। এর আগে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় দ্বীপ থেকে দূরে সরে যায়। তবে এর আঘাতে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় সোয়া কোটি মানুষ।  

ঘূর্ণিঝড়ে নিউজিল্যান্ডের উত্তর এবং পূর্ব উপকূলের বাসিন্দারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। এর মধ্যে হকস বে, কোরোম্যান্ডেল এবং নর্থল্যান্ডের মতো এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুনরুদ্ধার হতে বহু সময় লাগবে। এছাড়া বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতেও কয়েক সপ্তাহ লেগে যাবে বলে জানানো হয়েছে।  

এদিকে বুধবার হকস বে এলাকায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ আরও বলেছে যে, তারা অকল্যান্ডের পশ্চিমে মুরিওয়াইতে ভূমিধসে আটকেপড়া একজন নিখোঁজ দমকলকর্মীর মরদেহ খুঁজে পেয়েছেন।  

এর আগে জরুীর ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকআনাল্টি ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলকে ভয়ংকর বর্ণনা করে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন।   

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঘূর্ণিঝড়   গ্যাব্রিয়েল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত