রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
কানাডায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০২ PM আপডেট: ১৫.০২.২০২৩ ২:০৫ PM
কানাডার টরোন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) কানাডার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় শহরের হাইওয়ে ফোর টু সেভেনে এ দুর্ঘটনা হয়। দ্রুত গতিতে আসা চার বাংলাদেশি শিক্ষার্থী বহনকারী গাড়িটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেলে তাতে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।

নিহতরা হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। তাদের সবার বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে। এ ঘটনায় গুরুতর আহত নিবিড় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি তিনিই চালাচ্ছিলেন বলে জানায় বিভিন্ন মাধ্যম।

নিহতদের পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি দুর্ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে টরোন্টো পুলিশ। এর আগে, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি কানাডার উইনপেগে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয় তিন বাংলাদেশি শিক্ষার্থী।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কানাডা   দুর্ঘটনা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত