বরগুনার আমতলীতে নকল প্রসাধনী বিক্রির অপরাধে দুই যুবককে জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যান আদালত।
আমতলী সরকারি একে হাই স্কুল সড়কে বুধবার সকাল সাড়ে ১১টার সময় নকল প্রসাধনী বিক্রির অপরাধে দুই যুবককে পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. কবির হোসেন লক্ষাধিক টাকার প্রসাধনীসহ আটক করেন। আটকরা হল, বরগুনা সদর উপজেলার কুমরাখালী গ্রামের বদরখালী ইউনিয়নের রিপন হাওলাদারের ছেলে ছাব্বির (২০) ও একই গ্রামের কামাল হোসেন হাওলাদারের ছেলে আশিক হাওলাদার (২০)।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম তাদের ভোক্তা অধীকার আইন-২০০৯ এর ৪১ ধারায় ভ্রাম্যান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। আটক করা প্রসাধনী পরে পুরিয়ে ফেলা হয়।
বাবু/জেএম