মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
জবিতে নেচে-গেয়ে বসন্ত বরণ
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩১ PM
শীতকে বিদায় জানিয়ে নাচে, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। সকলের প্রত্যাশা প্রকৃতি যেন এ মনুষ্য জাতির প্রতি কোন বিরূপ আচরন না করে একটি সুন্দর পৃথিবী উপহার দেয়। 

বুধবার (১৫ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সংগীত বিভাগ, শান্ত চত্বর নাট্যকলা বিভাগ ও শহীদ মিনার প্রাঙ্গনে বাংলা বিভাগের উদ্যোগে দিনব্যাপী বসন্তকে বরন করে নেয় সকলে। 

এ সময় শিক্ষার্থীরা বলেন বসন্ত মানেই তো রং, রঙের খেলা। তাই তো সর্বোচ্চ রংটুকু দিয়ে আমরা নিজেদেরকে সাজিয়ে উৎসবে মেতে উঠেছি। মেয়েরা সেজেছে বাসন্তী শাড়ির সঙ্গে হলুদ গাঁদা ফুল দিয়ে আর ছেলেরা সেজেছে বসন্তের আবির রাঙা পোশাকে।

এ সময় বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিভা আনিকা বলেন, ক্যাম্পাসে আসার পর একটি মাত্র বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পেরেছি। গত দুই বছর করোনার কারণে বসন্ত উৎসব না হওয়ায় এবারের বসন্ত উৎসব নিয়ে একটু বেশিই উচ্ছ্বাসিত ছিলাম। 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘আমরা বাঙালি, আমাদের দেশ ১২ মাসে ১৩ পার্বণের দেশ। অসাম্প্রদায়িকভাবে আমরা সব উৎসব উদযাপন করি। বেশ কয়েকটি বিভাগ এবার বসন্ত বরণ উৎসব উদযাপন করছে। গ্রামীণ পরিবেশের আদলে বসন্ত বরণ উৎসব দেখে খুবই ভালো লাগছে। বসন্তের ফুল ফোটার উৎসব হোক সবখানে। এতে করে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা দূর হবে সমাজ থেকে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড আইনুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত