মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
টিএমএসএস ক্যানসার সেন্টার উদ্বোধন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৩ PM
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ক্যানসার, কিডনি, হার্টের রোগ অনেক বেড়ে গেছে। একইসঙ্গে ডায়াবেটিস রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। দেশের প্রায় ৬৭ শতাংশ লোক এসব রোগের কারণে মৃত্যুবরণ করে। এসব রোগ যদি আগেই শনাক্ত করা যায় এবং সঠিক চিকিৎসা নেওয়া যায় তবে মৃত্যুহার অনেক কমে আসবে।

বুধবার (১৫ ফেব্রুযারি) দুপুরে বগুড়ায় টিএমএসএস ক্যানসার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, টিএমএসএস দেশের নামকরা একটি বড় প্রতিষ্ঠান। তারা অনেক সেবা দিয়েছে। তাদের রয়েছে মেডিকেল কলেজ। এছাড়া ২৫০ শয্যার একটি ক্যানসার হাসপাতাল স্থাপন করেছে। সেই ক্যানসার সেন্টারের আজ উদ্বোধন হয়েছে। ক্যানসার চিকিৎসার জন্য এখানে উন্নতমানের মেশিন, ডাক্তার ও পর্যাপ্ত সংখ্যক নার্স রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ক্যানসার রোগীদের জন্য যতগুলো হাসপাতাল প্রয়োজন তা নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ৮টি বিভাগে ৮টি ক্যানসার সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে। বাংলাদেশের একটি মানুষও যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে সেই প্রচেষ্টা সরকারি এবং বেসরকারিভাবে করা হচ্ছে।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  টিএমএসএস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত