রাজশাহীর গোদাগাড়ী থানাধীন ৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের আমতলা খাসমহল নামক এলাকায় (১৭ ফেব্রুয়ারি)শুক্রবার রাত ১.০৫ মিনিটে অপারেশন পরিচালনা করে ১৮৪ বোতল ফেনসিডিলসহ সান মোহাম্মদ (৪০), আবুল খায়ের, আল-আমিন (২৪) উভয় সাং-চর আষাড়িয়াদহ বাড়ীনগর, মৌজা-দিয়াড় মানিকচক, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের আমতলা খাসমহল গ্রামের হানিফ (৪০), এর বাড়ীর সামনে মাঠে রাতের আধারে একটি চক্র আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করবে।সংবাদ পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুই জনকেই ফেনসিডিলের বস্তাসহ আটক করে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
বাবু/জেএম