রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
সিরাজগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২
নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৫ PM
সিরাজগঞ্জে পৃথক দুইটি অভিযান চালিয়ে ১৯৭ পিস ইয়াবা ও ১৪৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২।  বৃহস্পতিবার রাতে জেলার হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডারমোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খেতাব উদ্দিন প্রধানের ছেলে আনছার আলী প্রধান (২৭) ও দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার নুরুল ইসলামের ছেলে জুয়েল (৩২)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বর এলাকার হাজী ঈমান আলী মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১৯৭ পিস ইয়াবাসহ আনছার আলী প্রধান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল জব্দ করা হয়। অন্যদিকে একই রাতে সিরাজগঞ্জের কড্ডারমোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিলসহ জুয়েল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও ২টি মোবাইল জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক আসামিরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত