তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শীতবস্ত্রসহ ত্রাণসামগ্রী পাঠাচ্ছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত সিরাজগঞ্জের কৃষক মাহবুব পলাশ। আজ শুক্রবার সিরাজগঞ্জ থেকে এসব ত্রাণসামগ্রী নিয়ে ঢাকায় তুরস্কের দূতাবাসে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন তিনি।
মাহবুব পলাশ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের বাসিন্দা। তিনি বিরল ও বিপন্ন প্রজাতির গাছের বাগান করে গত বছর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন।
তার ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০টি স্লিপিং ব্যাগ, ৫০টি বেডশিট, ১০০ জোড়া গরম উলের মোজা, ১০০ পিস কানটুপি, ১০০ পিস জ্যাকেট, ১০০ পিস ট্রাউজার এবং ১২টি মোটা কম্বল।
মাহবুব পলাশ জানান, ভূমিকম্পের পর বিভিন্ন গণমাধ্যমে তুরস্কের মানুষের দুরাবস্থার কথা জেনে তিনি সহায়তা পাঠানোর উদ্যোগ নেন। ব্যক্তিগত, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সহায়তায় এসব সামগ্রী কিনেছেন তিনি।
-বাবু/এ.এস