শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
আমতলীতে অসুস্থ মা'কে ঘর থেকে বের করে দিলেন সাবেক সেনা সদস্য ছেলে
সজীব আহমেদ, আমতলী (বরগুনা)
প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৬ PM

বরগুনার আমতলীতে এক বৃদ্ধা অসুস্থ মা'কে পা ভাঙ্গা বিছানায় পড়ে থাকা অবস্থায় ঘর থেকে বের করে দেয়ায় তার নিজ সন্তান সেনাবাহিনীর সাবেক সদস্য মনিরের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার'ই আপন মা ফাতেমা বেগম (৭৫)।

থানায় দেয়া লিখিত অভিযোগে জানা যায়, ফাতেমা বেগমের সন্তান সেনাবাহিনীর সাবেক সদস্য মোঃ মনির হোসেন  অপর পুত্র মোঃ বাদল রাঢী ও  মোঃ রাজ্জাক রাঢীর  বিরুদ্ধে নির্যাতন ও তাকে খুন করার হুমকি সহ খাওন পড়ন না দেওয়া, তার কোন খোঁজ খবর নেয়ার অভিযোগ দায়ের করেন নির্যাতিত মা ফাতেমা বেগম।

নির্যাতিত মা ফাতেমা বেগমের স্বামী মো. হাফেজ উদ্দিন রাঢী ৮ বছর পূর্বে মারা যায়। তখন থেকে তিনি স্বামীর রেখে যাওয়া দোতালা টিনের ঘরে বসবাস করেন।

ঘটনার তারিখ ১৪ (ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টার সময় মনিরের নেতৃত্বে অপর দুই পুত্র মোঃ বাদল রাঢী মোঃ রাজ্জাক রাঢীর সন্ত্রাসীদের  ভাড়া করে মায়ের ঘরের মধ্যে অন্যায় ভাবে প্রবেশ করে অনার্থক তর্কের সৃষ্টি করিয়া মাকে ধাক্কা দিয়া বাহিরে ফেলিয়ে দিয়ে  ট্রাংকে থাকা নগদ এক লক্ষ বিশ হাজার) টাকা এবং ঘরের কাঠের বাক্সের ভিতরে রাখা একজোড়া স্বর্ণের কানের দুল এবং গলার ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও মালামাল জোর পূর্বক নিয়া যায়। নির্যাতিত মা ফাতেমা বেগম বলেন,আমি এ ঘটনার বিচার চাই।

ফাতেমা বেগম (৮০) বর্তমানে  তার ৪ নম্বর পুত্র বশির রাঢীর শশুর বাড়ীতে অসহায়য়ের মত থাকেন। এ ব্যাপারে অভিযুক্ত সেনাবাহিনীর সাবেক সদস্য মো. মনির হোসেন রাঢী কোন কথা বরতে রাজী হয়নি। আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি  তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত