রবিবার ১৭ আগস্ট ২০২৫ ২ ভাদ্র ১৪৩২
রবিবার ১৭ আগস্ট ২০২৫
শহীদ মিনার এলাকায় এক গোলাপ ৫০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২০ PM

ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন দেশের সর্বস্তরের মানুষ। সেখানে বিক্রি হচ্ছে ফুল। একেকটি গোলাপের দাম নেওয়া হচ্ছে ৫০ টাকা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার আশপাশের কয়েকটি দোকান ঘুরে ফুলের এই দাম দেখা গেছে।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলীয় প্রধান হিসেবে শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোর থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু করেন সর্বস্তরের মানুষ। এ সময় তাদের আশপাশের অস্থায়ী দোকান থেকে ফুল কিনতে দেখা যায়।

ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, একেকটি গোলাপ তারা বিক্রি করছেন ৫০ টাকা করে। অন্যান্য ফুলের দামও স্বাভাবিকের চাইতে অনেক বেশি।

এদিকে ভাষা দিবসের সঙ্গে টায়েরার কোনো সম্পর্ক না থাকলেও স্থায়ী বা অস্থায়ী সব ফুলের দোকানেই মিলছে টায়েরা। এর মূল ক্রেতা নারীরা। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টায়েরা বিক্রির ধুম দেখা গেছে। বিক্রেতারা জানান, একেকটি টায়েরা বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গোলাপ   শহীদ মিনার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত