পটুয়াখালীর গলাচিপায় বসতবাড়িতে দস্যুতা করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে লিটন (৪০) নামে একজন নিহত হয়েছে। লিটন খন্দকার আজ মঙ্গলবার দুপুরে গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
গলাচিপা থানা অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত লিটন খন্দকার ভোলা জেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের রফিক খন্দকারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সোমবার রাত দেড়টায় উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের নজরুল গাজির ঘরে ঢুকে দস্যুতা করে জরুলের ছেলে ইউসুবকে লিটন ছুরি মেরে আহত করে। পরিবারের লোকজনের ডাকচিৎকারে স্থানীয় জনগণ তাকে ধরেগণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দিলে আহত অবস্থায় তাকে রাত তিনটায় গলাচিপা হাসপাতালে ভর্তি করে।
মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মুত্যুবরণ করে।গলাচিপা থানা অফিসার ইন চার্জ ওসি শোনিত কুমার গায়েন বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে একজন পেশাদার চোর।
-বাবু/এ.এস