শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
১৪ তম কালিহাতী বইমেলার উদ্বোধন
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৬ PM আপডেট: ২১.০২.২০২৩ ১০:২২ PM

মাতৃভাষায় হোক জীবনের বিকাশ শ্লোগানে তিনদিন ব্যাপী ১৪ তম কালিহাতী বইমেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী সাধারণ পাঠাগার, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

 উপজেলা নির্বাহী অফিসার ও কালিহাতী সাধারণ পাঠাগারের সভাপতি মোঃ নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. তাসনিম সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন ও কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার।

এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষক ও সহযোগী অধ্যাপক ড. আব্দুস সামাদ, কবি ও সহযোগী অধ্যাপক ড. এইচ এম সাইদুর রহমান প্রমুখ।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহান একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও কালিহাতী সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক জহুরুল হক বুলবুল। এসময় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র- ছাত্রী ও রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সংসদ সদস্য সহ অতিথিবৃন্দ মেলায় বইয়ের স্টল পরিদর্শন করেন। ১৪ তম কালিহাতী বইমেলায় ৪৩ টি বইয়ের স্টল স্থান পায়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বইমেলা চলবে আগামী বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) পর্যন্ত।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত