বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
দেশে ফিরল তুরস্কে যাওয়া উদ্ধারকারী দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৬ PM

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ৬০ সদস্যের উদ্ধারকারী দল দেশে ফিরেছে। উদ্ধারকারী দলটিতে সেনাবাহিনীর ২৪ জন ছাড়াও ফায়ার সার্ভিসের ১২ জন, বিমানবাহিনীর ক্রু’র ১৪ জনসহ ১০ জন চিকিৎসক ছিলেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিমান বাহিনীর সি-১৩০ ফ্লাইটযোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করেন তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাহান শিকদার জানান, তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার পর দেশে ফিরেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। তেজগাঁও বিমানবন্দরে অবতরণকালে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।

তুরস্কে উদ্ধারকাজে অংশ নিয়ে দেশে ফেরা উপলক্ষে আগামীকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বিস্তারিত জানাবেন বলেও নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাতে ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজার গ্রুপের (আইএনএসএআরএজি) নীতিমালার আলোকে আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ তুরস্কে যায় বাংলাদেশের উদ্ধারকারী দল। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর দুটি মেডিকেল টিমও প্রয়োজনীয় ওষুধ ছাড়াও চিকিৎসা সরঞ্জাম নিয়ে জরুরি চিকিৎসাসেবা দিতে দেশটিতে গিয়েছিল।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তুরস্ক   উদ্ধার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত