বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
তুরস্কে সবশেষ ভূমিকম্পে মৃত বেড়ে ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫২ PM

স্থানীয় সময় সোমবার রাতে তুরস্কের দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দক্ষিণাঞ্চলে সবশেষ আঘাত হানা ভূমিকম্পে মৃত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ২৯৪ জন

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানান হয়।

এ নিয়ে এএফএডির প্রধান টুইটারে লেখেন, আল্লাহ যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি রহম করুন । আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এ অঞ্চলে আমাদের উদ্ধার তৎপরতা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় সোমবার রাতে তুরস্কের দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

পরে তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির পর হাতায়ের সামান্দাগ জেলায় ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সিরিয়া, জর্ডান, ইসরায়েল ও মিসরও এ ভূমিকম্পে কেঁপে ওঠে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত