বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
পশ্চিমারা কখনো রাশিয়ায় হামলার ছক আঁকেনি: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৬ AM
‘পশ্চিমা শক্তি কখনো রাশিয়াকে নিয়ন্ত্রণে নেওয়ার বা দেশটিকে হামলার ছক আঁকেনি।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া ভাষণের পর এমন বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বাইডেন বলেন, ‘রাশিয়ার নাগরিকদের উদ্দেশে বলতে চাই, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কোন দেশ  কখনো রাশিয়াকে ধ্বংস বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি। পুতিন যেভাবে বর্ণনা দিয়েছেন  তা সম্পূর্ণ ভুল।’ 
 
এর আগে রাশিয়ায় জাতির উদ্দেশে ভাষণে পুতিন বলেন, পশ্চিমাদের উস্কানির কারণেই ইউক্রেন যুদ্ধ এতোদূর গড়িয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের এ যুদ্ধের জন্য দায়ী করেন পুতিন। 

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের এক বছর হতে চলেছে আগামী ২৪ ফেব্রুয়ারি। এর আগে গোপনে কিয়েভ সফর করেছেন জো বাইডেন। তার সফরের একদিন পরই রাশিয়ায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে পশ্চিমাদের বিরুদ্ধে হুঙ্কার তুলেছেন ভ্লাদিমির পুতিন। 

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে অসীম শক্তি প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত ঘোষণা করেছেন পুতিন। 

সূত্র ,সিএনএন

বাবু/এআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুক্তরাষ্ট্র    রাশিয়া   ইউক্রেন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত