শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
মঠবাড়িয়ায় প্রবাসী খুন
জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৫ PM আপডেট: ২২.০২.২০২৩ ৪:২৮ PM
পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই সন্তানের জনক মো. আমিরুল ইসলাম (৪২) নামের এক প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের সড়কে ওই প্রবাসী হত্যাকাণ্ডের শিকার হন।

পুলিশ ওই রাতেই চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েত (৫০), তার ছেলে কলেজ ছাত্র তাহসিন আরবি (১৮), একই গ্রামের কুয়েত প্রবাসী মাহাবুবুর রহমানের ছেলে কলেজ ছাত্র নিরাজ মাহামুদ (১৭), রাজমিস্ত্রী ইউনুসের ছেলে কলেজ ছাত্র মো. হোসাইন (১৭)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া গ্রামের চালিতাবুনিয়া দিনিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহাফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী আমিরুল ইসলাম রাত সারে ৮টায় মাহাফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। মাহাফিল শেষে রাত দুইটার দিকে সে গ্রামের সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। এসময় স্থানীয় দেলোয়ার হোসেনের বাড়ির সম্মুখ সড়কে পোছলে পূর্বে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। এর পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র  দিয়ে কুপিয়ে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

আহত ওই যুবকের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার কিছুক্ষণ পরেই ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে গ্রামবাসী থানা পুলিশে খবর দিলে রাতেই ঘটনাস্থল থেকে নিহত আমিরুলের লাশ পুলিশ উদ্ধার করে। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনার পরই চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। 

বাবু/জেএম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রবাসী   খুন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত