শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ীতে হামলা
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৩ PM
গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিনারা আক্তারের বসতবাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। হামলাকারীদের বাধা দেয়ায় তারা গৃহকর্মীসহ তার পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করে। আহতরা হলেন মিনারা (৪৫), তার স্বামী আমির হোসেন (৫৩), ছেলে ফাহাদ মিয়া (২১) এবং ফয়সাল আহাম্মেদ ফাহিম (১২)। তারা স্থানীয় বাজারে ফার্মেসী থেকে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (১ নং সিএন্ডবি) পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহকর্মী বাদী হয়ে আজ বুধবার ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো একই এলাকার মৃত ইসমাইলের ছেলে মনির হোসেন, ইজ্জতপুর গ্রামের নূর ইসলাম, রাসেল, মনির হোসেনের ছেলে মিনহাজ ও মেহেদীসহ তাদের অজ্ঞাত ১০/১৫ জনসহযোগী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শ্রীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত