শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কক্সবাজার সামুদ্রিক কেন্দ্রে অফিস-গবেষণাগার উদ্বোধন করলেন মৎস্য মন্ত্রী
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৮ PM
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট’র কক্সবাজার সামুদ্রিক কেন্দ্রে নবনির্মিত অফিস ও গবেষণাগার ভবন উদ্ভোদন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বুধবার (২২ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের লাবনি পয়েন্টে অবস্থিত নবনির্মিত অফিস ও গবেষণাগার ভবন উদ্বোধন করেন মৎস্য মন্ত্রী।

উদ্বোধনকালে অন্যন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অতিরিক্ত সচিব তোফাজ্জেল হোসেন, জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, কক্সবাজার মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা জাহেদুল হাসান স্যানিসহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন।

দুপুর ১২টার দিকে নবনির্মিত বভনের কনফারেন্স হলে শুরু হয় সুনীল অর্থনীতিতে সামুদ্রিক মৎস্যসম্পাদ গবেষণা অর্জন ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মৎস্য গবেষণা কেন্দ্রের আমুল পরিবর্তন এসেছে। সরকার উন্নয়নের চিন্তা এবং কর্মপরিকল্পনা গ্রহণ করেন। যার প্রমাণ আজকের নবনির্মিত আধুনিক বভন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সাধীন হওয়ার পরে সর্ব প্রথম মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর কর্মপরিকল্পনা এবং সামুদ্রিক মৎস্য গবেষণার কাজ শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল মন্ত্রীর প্রতি অনুরোধ করে বলেন, আমাদের জেলেদের কে যদি আমরা বিনিয়োগের মাধ্যমে মৎস্য আহরণে বেশি বেশি বোট দিতে পারি। তাহলে দেশ এবং আমরা আরো মৎস্য নিয়ে উন্নতি করতে পারবো৷

এমপি কমল বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশের জেলেরা এসে আমাদের সমুদ্রের মাছ নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যেটা সম্পর্কে আমাদের কোন খবর নেই৷। অথচ সামুদ্রিক এত সম্পদ এবং আমাদের এত অর্জন রক্ষা করা আমাদেরই দায়িত্ব।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তোফেজ্জাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কক্সবাজার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত