রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে নীলফামারী জেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা।
বুধবার দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নীলফামারী জেলা শাখার সভাপতি কাজী আবু মুসা ভুঁইয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শিক্ষক ঐক্যজোটের নেতা আজারুল ইসলাম, রবিউল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আবুল হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাবু/জেএম