বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সোনাগাজীতে গৃহবধুর আত্মহত্যা, স্বামী গ্রেফতার
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৭ PM
সোনাগাজীতে নির্যাতনের শিকার এক গৃহবধুর  আত্মহত্যার পর স্বামী মো. মনজু কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে চরচান্দিয়া ইউনিয়নের নদীভাঙ্গা এলাকার শশুর বাড়িতে আত্মহত্যার জন্য বিষ পান করলে গৃহবধৃ তামান্না আক্তার রুনা কে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। 

সেখানে পয়জনিং ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে গৃহবধুকে বাড়িতে নিয়ে যান তারা, দুপুরের দিকে আবার বিষক্রিয়া শুরু হলে গৃহবধুকে সিএনজি যোগে ফেনী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রীর মৃত্যুর পর স্বামী মনজু কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে ধরে পুলিশে খবর দিলে পুলিশ স্বামী মনজুকে গ্রেফতার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মীরসরাই উপজেলার আবু তোরাব গ্রামের রবিউল হকের কণ্যা রুনা আক্তারের সাথে পাঁচ বছর আগে বিয়ে বিয়ে সোনাগাজীর দক্ষিণ চরচান্দিয়া গ্রামের নদীভাঙ্গা এলাকার মো. মনজু মিয়ার সাথে। অনেকদিন ধরে গৃহবধুর সংসারে পারিবারিক বিরোধ চলে আসছিলো, যার কারণে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করা হতো তাকে, পারিবারিক বিরোধের জের ধরে তামান্না আক্তার রুনা বিষ পান করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

গৃহবধুর মামা হুমায়ুন কবির জানান,  আমার ভাগনি সাংসারিক জীবনে সুখে ছিলো না, মরদেহ ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। এই ঘটনায় গৃহবধুর মা নার্গিস বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অপমৃত্যুর ডায়েরি করেছেন। তিনি জানান যে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মু. খালিদ হোসেন জানান, এই বিষয়ে গৃহবধূর মা নিজে বাদী হয়ে একটি অপমৃত্যুর ডায়েরি করেছেন। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে সে আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সোনাগাজী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত