শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
ভূমিকম্প: ৭ ঘণ্টায় ১৩ বার কেঁপে উঠলো তাজাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৮ PM আপডেট: ২৩.০২.২০২৩ ৩:৩২ PM
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গত ৭ ঘণ্টায় ভূমিকম্পে ১৩ বার কেঁপে উঠেছে তাজাকিস্তান। এর মধ্যে একটি ৬ দশমিক ৭ মাত্রার ভূকম্পনও ছিল।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি দেশটির আশাপাশের বিভিন্ন দেশের ভূমিকম্প পর্যবেক্ষণ করে থাকে। সংস্থাটি জানায়, গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪১ মিনিট থেকে আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩১ মিনিট পর্যন্ত গত ১২ ঘণ্টায় ১৫টি ভূমিকম্প রেকর্ড করেছে তারা। এর মধ্যে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে ৩.১ মাত্রার একটি এবং আফগানিস্তানে ৩.৮ মাত্রার একটি ছাড়া বাকি সবগুলো (১৩টি) হয়েছে তাজাকিস্তানে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থাটি আরও জানায়, আজ তাজাকিস্তানে চীন সীমান্তের কাছে প্রথম ভূমিকম্প হয় সকাল ৬টা ৭ মিনিটে। এই ভূকম্পনটি মাটির ২৫ কিলোমিটার গভীরে ৬.৭ ম্যাগনিচিউড মাত্রায় সংঘটিত হয়। তার ১৮ মিনিট পর ৫.০ মাত্রার এবং এর ১১মিনিট পর ৬টা ৩৬ মিনিটে ৪.৭ মাত্রার দুটি ভূমিকম্প হয়। এরপর ৭টা ৫ মিনিট থেকে ৭টা ৪৮ মিনিটের মধ্যে ৩টি, ৮টা ৩৮ মিনিটে একটি, ১১টা ২৯ মিনিটে একটি, ১২টা ১৫ ও ২০ মিনিটে ২টি এবং সবশেষ বেলা ১টা ৩১ মিনিটে একটি ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা ইউএসজিএস এর বরাতে ৬.৮ মাত্রার ভূকম্পনটির তথ্য জানিয়েছে রয়টর্স, টিআরটি ওয়ার্ল্ড, হিন্দুস্থান টাইমসসহ বিভিন্ন বার্তা সংস্থা। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি কোনো সংবাদ মাধ্যমই।

-বাবু/এ.এস
 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তাজাকিস্তান   ভূমিকম্প  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত