ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে ট্রাফিক উত্তরা বিভাগের সাজ্জাদ হোসেনকে সচিবালয়ের নিরাপত্তা বিভাগে, ট্রাফিক উত্তরা বিভাগের কাজী মিজানুর রহমানকে ট্রাফিক কমান্ডা অ্যান্ড কন্ট্রোল সেন্টারে, ট্রাফিক মিরপুর বিভাগের মুহা. ওসমান গনিকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে ও ট্রাফিক ওয়ারী বিভাগের মৃদুল কুমার পালকে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বদলি করা হয়েছে।
এছাড়াও ট্রাফিক মিরপুর বিভাগের বিশ্বজিৎ রায়কে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে, ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মো. আবু জাফরকে ট্রাফিক রমনা বিভাগে, ট্রাফিক উত্তরা বিভাগের আলী আহমেদকে ট্রাফিক মিরপুর বিভাগে, লাইনওয়ারের মাসুম খানকে ট্রাফিক উত্তরা বিভাগে এবং লাইনওয়ারের আরাফাত আহম্মেদকে ট্রাফিক উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।
বাবু/এসআর