মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
চট্টগ্রামে সরকারি জমি উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২০ PM

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ শতক সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন।


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানার চন্দ্রিমা আবাসিকে এ অভিযান পরিচালনা করেন নগরের চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।


জেলা প্রশাসন জানায়, সরকারি জমিটিতে একটি টিনশেডের বাড়ি নির্মাণ করে জালাল নামে এক ব্যক্তি। ওই ঘরটিতে চারটি পরিবারকে ভাড়া দেওয়া হয়। বারবার নোটিশ প্রদান করা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি বাড়ির দখল ছাড়েনি। একপর্যায়ে বৃহস্পতিবার সেখানে অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় বাড়িটি উচ্ছেদ করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, উদ্ধার হওয়া জমির আনুমানিক মূল্য ২ কোটি টাকা। সরকারি জমি অবৈধভাবে দখলের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। বৃহস্পতিবারের এ অভিযানে সহযোগিতা করেছে চান্দগাঁও থানা পুলিশ।


বাবু/এসআর



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জমি   উদ্ধার   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত