রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
জাহাজের জন্য ঢাকা-মস্কো সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৭ AM
রুশ জাহাজ মোংলায় ভিড়তে না দেয়ায় রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করায় ঢাকা-মস্কো সম্পর্কের কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন জানান, রাশিয়ার উদ্বেগের বিষয়টি বিশ্লেষণ করছে ঢাকা। তবে এ ঘটনা ঢাকা-মস্কোর ঐতিহাসিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

গত ২৪ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে মংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল রাশিয়ার জাহাজ 'উরসা মেজর'র। এর মাঝেই ওয়াশিংটন ঢাকাকে জানায়, মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার ৬৯টি জাহাজের একটি স্পার্টা-৩। যার রং এবং নাম বদল করে 'উরসা মেজর' নামে বাংলাদেশে পাঠানো হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত হয়ে নৌপরিবহন মন্ত্রণালয় রাশিয়ান জাহাজকে ভেড়ার অনুমতি দেয়নি। এরপরে জাহাজটি ভারত এবং চীনের বন্দরেও পণ্য খালাসের অনুমতি পায়নি।

প্রায় দুই মাস পর, ২১ ফেব্রুয়ারি মস্কোতে নিয়োজিত রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করে এ বিষয়ে উদ্বেগ জানায় দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রোদেনকো। দু'দেশের ঐতিহাসিক সম্পর্কও মনে করিয়ে দেন তিনি।

জাতিসংঘের ১১তম জরুরি অধিবেশনে ইউক্রেন ইস্যুতে প্রস্তাবের বিষয়ে সার্বিক বিষয় বিবেচনা করেই অবস্থান নেবে ঢাকা। রাশিয়ার ইউক্রেন আক্রমণের এক বছরপূর্তিতে এ প্রস্তাবে ফের মস্কোর প্রতি রুশ সেনা প্রত্যাহারের দাবি জানানো হবে বলে জানান সেহেলি সাবরীন।


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাশিয়া   বাংলাদেশ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত