ঢাকা তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ট্রাস্টের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন মজবুত ঈমান, আখলাক ও জ্ঞানের সমন্বয়। আখলাকে হামিদা তথা উচ্চ নীতি নৈতিকতা ও প্রজ্ঞার কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এসব কথা বলেন৷
অধ্যক্ষ যাইনুল আবেদীন বলেন, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার ছাত্রদেরকেই আগামী দিনে কক্সবাজারসহ জাতির নেতৃত্ব দিতে হবে।
হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রাহমত সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অতীত ঐতিহ্য খুব শীঘ্রই ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ এনামুল হক।
অনুষ্ঠানে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আতাউল্লাহ মুহাম্মদ নো’মান সাহেব।
মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ সলিম উল্লাহ’র সঞ্চালণায় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ৷
বাবু/এসআর