বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
মাটিরাঙ্গার রামশিরা বাজারে অগ্নিকাণ্ড, ১১দোকান পুড়ে ছাই
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১১ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার রামশিরা বাজারে শর্টসার্কিটের আগুনে ১১টি দোকান পুড়ে ছাই। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী) দুপুর ১টায় উপজেলার আমতলী ইউনিয়নের রামশিরা মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্নিচারের দোকান, কম্পিউটার দোকান, একটি ইলেকট্রনিকস দোকান, একটি চালকল, একটি ডেকোরেশন ও একটি কুলিং কর্নারসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী মো. শফিক বলেন, দোকান বন্ধ করে বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গে আগুন লাগার খবর পাই। চোখের সামনে দোকানের সবকিছু পুড়ে ছাই হতে দেখি। আকস্মিক আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে।

আমতলী ইউপি চেয়ারম্যান আব্দুল গণি জানান, স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় সরকারি সহায়তা দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার শফিকুল আলম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত