সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
অ্যাম্বুলেন্সে মাদক পরিবহনের অভিযোগ, চট্টগ্রামে আটক ২
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৯ PM
অ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় মাদক পরিবহনের অভিযোগে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে দুজনকে আটক করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বারৈয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

যাদের আটক করা হয়েছে তারা হলেন- ফটিকছড়ির আবুল কাশেমের ছেলে নাঈম (১৯) ও হাটহাজারীর নছাদ আলীর ছেলে হোসেন আলী (২৬)।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ফেনীর ছাগলনাইয়া থেকে চট্টগ্রামের দিকে একটি মাদকের চালান আসার খবর পেয়ে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি অ্যাম্বুলেন্স থেকে ৩টি গাঁজার বস্তা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ৭৫ কেজি গাঁজার বাজারমূল্য আনুমানিক ১১ লাখ টাকা। 

যে দুজনকে আটক করা হয়েছে তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত