দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।
চেয়ারম্যান হিসেবে প্রথমবার নির্বাচিত হওয়ার পর প্রথম মাসের সম্মানী দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দান করে দিয়েছেন তিনি। এই চলমান রেখে আগামী ৫ বছর সরকার থেকে পাওয়া তার সকল সম্মানী ভাতা গরিবদের মাঝে বণ্টন করে দেয়ার ঘোষণাও দিয়েছেন নবনির্বাচিত এ চেয়ারম্যান।
স্থানীয়রা জানিয়েছেন, নাহিদ আহমেদ তরফদার পরিবার এলাকার সম্পদশালী পরিবারের মধ্যে অন্যতম। তাই তিনি চেয়ারম্যান হিসেবে যে ভাতা পাবেন, তা নিজের প্রয়োজনে খরচ না করে অসহায় ব্যক্তিদের মধ্যে বিতরণ করবেন বলে ঘোষণা দেন।
সাম্প্রতিক করোনা মহামারীতেও নাহিদ আহমেদ তরফদারের দেয়া ত্রাণ সামগ্রীর পাশাপাশি ব্যক্তি উদ্যোগে জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যতিক্রম জনপ্রতিনিধি হয়ে বিরল দৃষ্টান্ত হয়ে ওঠেছেন এলাকাবসির শুধু তাই নয় নিজের এলাকা ছাড়াও অন্যদেকে সাহস্য এগিয়ে আসেন ।
ইউনিয়ন পরিষদের নিজের সম্মানী ভাতার টাকা নিজের প্রয়োজনে খরচ না করে মসজিদ মন্দির গরিব ও অসহায় মানুষদের বিলিয়ে দেন। এভাবে তিনি মহত্ত্বের বড় উদাহরণ সৃষ্টি করলেন।
যতবার মাসের সম্মানী ভাতা পেয়ে চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। তার ওই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
নাহিদ আহমেদ তরফদার বলেন , একজন সরকারি কর্মকর্তার অফিসটাইম আছে। কিন্তু জনপ্রতিনিধিদের কোনো অফিসটাইম নেই। বিশেষ করে চেয়ারম্যান-মেম্বারদের। সারাদিন এমনকি রাত ২টায়ও জনতার কাজে তাদেরকে দৌড়াতে হয়। জনগণের সেবা করা আমার কাজ।
-বাবু/এ.এস