সাাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোহেল মিয়া নামের (২৮) এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড রাজালাখ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, স্ত্রী সন্তান নিয়ে ওই যুবক রংপুর থেকে গাড়ীযোগে ভোর রাতে এসে সাভার বাজার বাসষ্ট্যান্ড রাজালাখ ফার্মের সামনে নামেন। এ সময় আগে থেকে সেখানে ওৎ পেঁতে থাকা একদল ছিনতাইকারী ওই যুবককে ধরে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। পরে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।
বাবু/জেএম